কিয়ার গল্প। writer=Maharun Nesa Mira
কিয়া,বাবার আদুরে
মেয়ে, মায়ের
প্রতিরুপ।দিন গুলো ভালই কাটছিল ওর।সারাদিন হাসি খেলায় মেতে থাক্ত ওর দিন।পরিবারের
একমাত্র মেয়ে হওয়ায় ও ছিল সবার প্রিয়।কিয়া নতুন নতুন স্কুল এ যাওয়া শুরু করল।নতুন
জামা ,নতুন
জুতো পেয়ে ওর আনন্দের সীমা ছিলনা।কিন্তু ওর এ আনন্দ কপালে সইল না।সবকিছুই ঠিকঠাক
যাচ্ছিল।হঠাৎ একদিন এক দুর্ঘটনায় কিয়ার বাবা প্রান হারালেন।সেই থেকেই শুরু...ওর
শৈশব জীবনের অবসান ঘটলো।কারণ ওর সবচেয়ে কাছের মানুষ অর্থাৎ ওর বাবার স্থান এ এল এক
অচেনা মানুষ।কিয়া জীবনের বাস্তবতার সাথে পরিচিত হতে শুরু করল।বাবা নামক লোকটি কিয়ার
সাথে ভাল ব্যবহার করত।কিন্তু আড়ালে নির্যাতন করত।মায়ের সামনে ভাল আচরণ করায় মা
বিশ্বাস করত যে লোকটি ভাল।এভাবে ১০টি বছর কেটে গেল।কিয়া বড় হল।আর ওর উপরে বাবা
নামক লোকটির নির্যাতন ও।কিয়া খুব একা থাকতো...মায়ের অবিশ্বাস আর বাবার নির্যাতন
ওকে এমন বানিয়ে ফেলল যে ও কাউকে বিশ্বাস করতে পারতো না।এভাবে একা থাকতে থাকতে ওর
ডিপ্রেশন এত্ত বেড়ে গেল যে ও বাড়ি থেকে বের হয়ে গেল নিজেকে শেষ করে দিবে ভেবে।নাহ
কেউ ওকে আটকায়নি,কেউ ওকে থামায়নি,নতুন করে বাচার আশা দেয়নি।ও চলে গেছে
অনেক দুর...না ফিরার দেশে।ফিরবে না আর...
No comments
Post a Comment