বন্ধু
বন্ধু মানে রোদেলা আকাশ
আলো মাখা পূর্ণিমা র চাঁদ।
বন্ধু মানে দু’জন দু’জনকে নতুন করে আবিষ্কার,
বন্ধু মানে অহেতুক পাগলাম এক সীমাহীন অধিকার।
বন্ধু মানে অধিকার।
বন্ধু মানে অহেতুক মেজাজ খারাপ করে দেয়া।
বন্ধু মানে রাগ করে নিজের দাম বাড়ানো।
বন্ধু মানে রিকসাই বৃষ্টি তে ভিজা।
বন্ধু মানে বিপদে পাশে দাঁড়ানো।
বন্ধু মানে মনের মিল।
বন্ধু মানে অফুরন্ত ভালবাসা।
বন্ধু মানে চোখে চোখ রেখে রেগে না গিয়ে মুখে গালি দিয়া।
বন্ধু মানে হারিমি তুই খারাপ।
বন্ধু মানে মিস করা।
বন্ধু মানে বয়সে র সাথে মিলা না মনের মিল।
বন্ধু মানে অফুরন্ত ভালবাসা।
আলো মাখা পূর্ণিমা র চাঁদ।
বন্ধু মানে দু’জন দু’জনকে নতুন করে আবিষ্কার,
বন্ধু মানে অহেতুক পাগলাম এক সীমাহীন অধিকার।
বন্ধু মানে অধিকার।
বন্ধু মানে অহেতুক মেজাজ খারাপ করে দেয়া।
বন্ধু মানে রাগ করে নিজের দাম বাড়ানো।
বন্ধু মানে রিকসাই বৃষ্টি তে ভিজা।
বন্ধু মানে বিপদে পাশে দাঁড়ানো।
বন্ধু মানে মনের মিল।
বন্ধু মানে অফুরন্ত ভালবাসা।
বন্ধু মানে চোখে চোখ রেখে রেগে না গিয়ে মুখে গালি দিয়া।
বন্ধু মানে হারিমি তুই খারাপ।
বন্ধু মানে মিস করা।
বন্ধু মানে বয়সে র সাথে মিলা না মনের মিল।
বন্ধু মানে অফুরন্ত ভালবাসা।
No comments
Post a Comment