Header Ads

বন্ধু আমার। Writer=MinHaj Tanvir

         বন্ধু আমার
   
প্রথম দিনে জগরা তোমার সাথে
ভাবিনী হবে তুমি বন্ধু আমার।
হয়ে গেলে তুমি চির আপন।

তোমার হাসি তে যে পাগল হয় আমি।
তোমার কথায় কথায় এতো ব্যকরণ
ভালোবাসা ব্যাকরণ মানে না কখনো

কাছে আসো, সামনে দাঁড়াও
খুব কাছে, যতোখানি কাছে আসা যায়
তোমার কাছে আমি যে কবিতা শুনেছি
শুনেছি জীবন গড়ার নির্দেশ।

তোমার ঐ মুক্ত ঝরা হাসি পাগল করে মন।
তোমার ঐ কেশ বরনে বাঁধা পরতে চাই চিরজীবন।

বলো না তোমাকে পেলে কোন মূর্খ অর্থ-পদ চায়
বলো কে চায় তোমাকে ফেলে স্বর্ণসিংহাসন
জয়ের শিরোপা আর খ্যাতির সম্মান,
তাইতো আমি চাই শুধু তোমায়। ।
ভাল থেকো বন্ধু আমার চিরজিবন। 




No comments

Theme images by RBFried. Powered by Blogger.